নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আজ ১৫ জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার দুপুর ১:০০টায় টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে ঢাকা মিটফোর্ড এলাকায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।
সমাবেশে বক্তারা আব্দুল্লাহ আলফির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির ছবির অবমাননা জাতির ইতিহাসের প্রতি অবমাননার শামিল। এমন ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।