বান্দরবান জেলা সংবাদদাতা সাইফুল্লাহ ছিদ্দিকী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে ১২জুলাই-২৫ইং শনিবার বিকাল ৪টায় আফাই মিলনায়তনে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে জেলা আমীর এস.এম আবদুচ ছালাম আজাদ বলেন,
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা আমাদের সম্পদ, সব সময় শহীদ ও আহদের পরিবারের পাশে থাকতে হবে। যারা এখনও আহত ও শহীদ হয়েছেন, তাদের জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাল্লাহ।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর পরিচালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা যুব ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা কলিম উল্লাহ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আশরাফুল ইসলাম প্রমূখ।