Dhaka post
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

cbkhabor2
জুলাই ২, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে (বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টসহ) ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি। ফরম্যাটটিতে দু’দল সিরিজ খেলেছে ১০টি। এর মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে।থম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
তানজিদ হাসান তামিমের সঙ্গে নাঈম শেখ নাকি পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে তা জানতে আর অল্প সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে তানজিদ তামিম ও ইমনকেই বেছে নেবে দল। এ ছাড়া লিটন দাসকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তার সঙ্গী হবেন। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নিজেদের ব্যাটিংয়ে আসার সম্ভাবনা জানিয়েছিলেন।

এ ছাড়া একাদশে রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম। কারণ অসুস্থতার কারণে গতকাল অনুশীলনেও ছিলেন না টাইগার স্পিন অলরাউন্ডার। এর বাইরে ওয়ানডে সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফেরার জোর সম্ভাবনা আছে পেসার তাসকিন আহমেদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ডানহাতি এই অভিজ্ঞ তারকার মাঠে নামা হয়নি। বাংলাদেশও এরপর আর ম্যাচ খেলেনি ওয়ানডে ফরম্যাটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।