মোঃজিয়াউর রহমান জিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত এবং আটোয়ারী উপজেলার সংলগ্ন একটু পূর্ব পাশে বড়দাপ গ্রামে অবস্থিত, ঐতিহাসিক কবরস্থান।
প্রায় উপজেলা প্রপারসহ তিন থেকে চারটি গ্রামের মানুষের মৃতদেহ দাফন করা হয় এই গোরস্থানে, কিন্তু দুঃখের বিষয় এ গোরস্থানে কোন জানাজার মাঠ দীর্ঘদিন ধরে না থাকায়
অনেক ভোগান্তিতে পড়েন, জানাজার নামাজ পড়াতে এসে মুসল্লিগণ।পঞ্চগড় টু ঠাকুরগাঁও পাকা রাস্তায় উপর নামাজ পড়তে হয়,
দীর্ঘদিনের প্রচেষ্টায় গ্রামবাসীর উদ্যোগে ও জেলা প্রশাসক উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় একটি জানাযার মাঠ তৈরি করা হয়। জানাজার মাঠ তৈরীর কুমিতি করা হয়, এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ মনতাজুল ইসলাম, অদ্য ২ জুলাই ২০২৫ ইং বুধবার,
পরিদর্শন করেন পঞ্চগড় জেলা সুদক্ষ জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী স্যার,
আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ আরিফুজ্জামান স্যার
উপজেলা নির্বাহী অফিসার আটোয়ারী পঞ্চগড়, উপজেলা ভূমি অফিসার ও ৭ নং ওয়ার্ডের মেম্বার আনসার আলী মিঠুন,
উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের সুদক্ষ সংবাদকর্মী এ রায়হান চৌধুরী রকি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, জানাজা মাঠের জন্য, বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আশা দেন এই গোরস্থানটি পরিপূর্ণভাবে গরে তোলার জন্য যা যা প্রয়োজন উনি বিষয়টি নজরে রাখবেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে গোরস্থানের উন্নয়নের জন্য গঠনমূলক উপদেশ দেন।