ব্যবসার কাজে একটি প্রাইভেট কারে যশোর থেকে বেনাপোল স্থলবন্দরের দিকে যাচ্ছিল চারজনের একটি দল। গাড়িটি চালাচ্ছিলেন জুঁই খাতুন নামের এক নারী। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন বাকি দুজন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।