Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যে ৫ ভুলে আপনার গাছগুলো নিষ্প্রাণ

cbkhabor2
মে ২২, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রাণের পরশ পেতেই বাড়িতে বা অফিসে গাছপালা লাগান। সময় করে সেসব গাছের যত্নআত্তিও করেন। সেই গাছগুলোই যদি নিষ্প্রাণ হয়ে পড়ে, তাহলে এত সব আয়োজনই তো বৃথা। একই সময়ে একই জায়গা থেকে নিয়ে আসা একই প্রজাতির গাছ কারও বাড়িতে থাকে ফুলে-পাতায় ভরপুর, কারও বাড়িতে হয়ে যায় মৃতপ্রায়। যত্নআত্তির কোন ভুলে গাছ নিষ্প্রাণ হয়ে পড়ে, জানেন কি?

রোদ নাকি ছায়া

কোন গাছের কতটা রোদ প্রয়োজন, তা জানা থাকতে হবে। অনেক গাছই রোদ ছাড়া ভালোভাবে বাঁচে না। কোনো কোনো গাছ আবার সরাসরি কড়া রোদে নিষ্প্রাণ হয়ে পড়তে পারে। আপনি যেখানে গাছ রাখতে চাচ্ছেন, সেখানে কতটা রোদ আসে, ভেবে দেখুন। সেই অনুযায়ী গাছ বাছাই করুন। আর বিশেষ কোনো গাছ যদি আপনার আনতে ইচ্ছা হয়, তাহলে তা রাখার জন্য সঠিক জায়গা বাছাই করে নিন।

গাছের টব বা পাত্র

শহুরে জীবনধারায় গাছ লাগানোর জায়গা কম। খোলা মাটিতে গাছ লাগানোর সুযোগ নেই বললেই চলে। তাই মনে হতেই পারে, ছোট ছোট টবে অনেক গাছ লাগানো হলে সহজে কম জায়গাকে প্রাণবন্ত করে তোলা যাবে। তবে এমন করে লাগানো গাছ সাময়িকভাবে সুন্দর দেখালেও দীর্ঘদিন এগুলোকে প্রাণবন্ত রাখাটা কঠিন। সময়ের সঙ্গে অধিকাংশ গাছই অনেকটা বাড়বে। আর এই বৃদ্ধি কেবল শাখা-প্রশাখাতেই না, শিকড়েও হবে। কোন গাছ কতটা বাড়তে পারে, সেটা মাথায় রেখেই গাছের জন্য টব বা পাত্র নির্বাচন করতে হবে। আর সেভাবেই টব বা পাত্রগুলোর মধ্যকার দূরত্ব নির্ধারণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।