প্রাণের পরশ পেতেই বাড়িতে বা অফিসে গাছপালা লাগান। সময় করে সেসব গাছের যত্নআত্তিও করেন। সেই গাছগুলোই যদি নিষ্প্রাণ হয়ে পড়ে, তাহলে এত সব আয়োজনই তো বৃথা। একই সময়ে একই জায়গা থেকে নিয়ে আসা একই প্রজাতির গাছ কারও বাড়িতে থাকে ফুলে-পাতায় ভরপুর, কারও বাড়িতে হয়ে যায় মৃতপ্রায়। যত্নআত্তির কোন ভুলে গাছ নিষ্প্রাণ হয়ে পড়ে, জানেন কি?
রোদ নাকি ছায়া
কোন গাছের কতটা রোদ প্রয়োজন, তা জানা থাকতে হবে। অনেক গাছই রোদ ছাড়া ভালোভাবে বাঁচে না। কোনো কোনো গাছ আবার সরাসরি কড়া রোদে নিষ্প্রাণ হয়ে পড়তে পারে। আপনি যেখানে গাছ রাখতে চাচ্ছেন, সেখানে কতটা রোদ আসে, ভেবে দেখুন। সেই অনুযায়ী গাছ বাছাই করুন। আর বিশেষ কোনো গাছ যদি আপনার আনতে ইচ্ছা হয়, তাহলে তা রাখার জন্য সঠিক জায়গা বাছাই করে নিন।
গাছের টব বা পাত্র
শহুরে জীবনধারায় গাছ লাগানোর জায়গা কম। খোলা মাটিতে গাছ লাগানোর সুযোগ নেই বললেই চলে। তাই মনে হতেই পারে, ছোট ছোট টবে অনেক গাছ লাগানো হলে সহজে কম জায়গাকে প্রাণবন্ত করে তোলা যাবে। তবে এমন করে লাগানো গাছ সাময়িকভাবে সুন্দর দেখালেও দীর্ঘদিন এগুলোকে প্রাণবন্ত রাখাটা কঠিন। সময়ের সঙ্গে অধিকাংশ গাছই অনেকটা বাড়বে। আর এই বৃদ্ধি কেবল শাখা-প্রশাখাতেই না, শিকড়েও হবে। কোন গাছ কতটা বাড়তে পারে, সেটা মাথায় রেখেই গাছের জন্য টব বা পাত্র নির্বাচন করতে হবে। আর সেভাবেই টব বা পাত্রগুলোর মধ্যকার দূরত্ব নির্ধারণ করতে হবে।