সদ্য পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে একে একে খুঁজে বেড়াচ্ছেন নিজেদের ফলাফল বিবরণী (গ্রেডশিট)। পাতা ওল্টাতেই চোখ আটকাল একটি নামে, গ্রেডশিটের নিচে এক কোণে ইংরেজিতে লেখা, ‘হি স্যাক্রিফাইস হিজ লাইভস ইন অ্যান্টি–ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট’ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে তাঁর জীবন উৎসর্গ করেছে)।
ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের। গতকাল বুধবার ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে পরীক্ষা দেওয়ার আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান তিনি। বেঁচে থাকলে হৃদয়ও পরীক্ষা দিতেন। ফল প্রকাশের দিনটিতে আগ্রহভরে নিজের গ্রেডশিট দেখতেন। পরীক্ষায় না বসলেও তাঁর স্মরণে বিশেষ গ্রেডশিট তৈরি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে সম্মান জানানো হয়েছে জুলাই আন্দোলনের এই শহীদকে।