২৩ মে (শুক্রবার) একই দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ১৪টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
২৩ মে যেসব প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন বা মানবসম্পদ) পদের পরীক্ষা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরীক্ষা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৯ ক্যাটাগরির লিখিত পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক, মেশিনম্যান, সহকারী স্টোরকিপার, চেইনম্যান, প্যাকার ও মেশিনম্যান কাম ক্লিনার পদের পরীক্ষা, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার তিনটি পদের লিখিত পরীক্ষা।